Monday, April 29, 2024
কলকাতা

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে শুক্রবার কলকাতায় আসছেন মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার বেলা ১১ টা ১৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া স্টেশন থেকে পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ফ্লাগ অফ করবেন মোদী। জানা গেছে, হাওড়া স্টেশনে ৩০ মিনিটের মত থাকবেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও আরো বেশ কয়েকটি মেট্রো প্রজেক্টের উদ্বোধন করবেন নমো।

প্রধানমন্ত্রীর কলকাতা সফরে ৯ জন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকবেন বলে জানা গেছে। শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হবে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। সেখানে উপস্থিত থাকতেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কলকাতায় আসছেন বলে সূত্রের খবর। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

৯ জন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যের মধ্যে রয়েছেন নির্মলা সীতারামন, গিরিরাজ সিং ছাড়াও জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব, আবাসনমন্ত্রী হরদীপ সিং পুরী, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশি, শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজকুমার সিং এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং।

সূত্রের খবর, জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে উপস্থিত থাকতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, বিহারের প্রতিনিধি হিসেবে উপ–মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।