Friday, May 17, 2024
দেশ

ত্রিপুরাতেও ‘খেলা হবে দিবস’ পালন করবে তৃণমূল

আগরতলা: একুশের বিধানসভা ভোটের আগে রাজ্যে ঝড় তুলেছিল ‘খেলা হবে’ স্লোগান। ব্যাপক জনপ্রিয়তা পায় এই স্লোগানটি। তৃতীয়বারের জন্য বাংলার কুর্সিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পর রাজ্য খেলা হবে দিবস পালন করার ঘোষণা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, প্রতি বছর ১৬ আগস্ট পশ্চিমবঙ্গে পালন করা হবে ‘খেলা হবে দিবস’। এবার ‘খেলা হবে দিবস’ ত্রিপুরাতে পালিত হবে বলে ঘোষণা দিল প্রদেশ তৃণমূল।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি আশিসলাল সিংহ বলেছেন, ২১ জুলাই তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘খেলা হবে দিবস’ ঘোষণা করেছেন। এই ঘোষণার পর ছাত্র-যুবদের মধ্যে দারুণ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাই ১৬ আগস্ট দিনটি ত্রিপুরাতেও ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করা হবে।

খেলা হবে দিবসে রাজ্যের ক্লাবগুলিকে ফুটবল বিতরণ করবে রাজ্য সরকার। তবে বিদেশি কোন সংস্থার থেকে এই ফুটবল কিনছে না রাজ্য সরকার। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের অধীনস্থ ‘রিফিউজি হ্যান্ডি ক্রাফটস’ এর কাছ থেকে ফুটবল কিনবে তৃণমূল সরকার। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান হবে তেমনি রাজ্যের ক্রীড়া ক্ষেত্রেও এগিয়ে যাবে।

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ২০১৫ সাল থেকে গ্রাম বাংলার মহিলারা সম্পর্ণ দেশীয় প্রযুক্তিতে ফুটবল তৈরি করে আসছে। তাঁদের তৈরি ফুটবলই এবার পৌছে যাবে ত্রিপুরাতেও। আপাতত ত্রিপুরার আট জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে দেওয়া হবে বাংলার মহিলাদের তৈরি এই ফুটবল।