Thursday, May 2, 2024
দেশ

বিধি তৈরি করতে আরও ৬ মাস প্রয়োজন, তারপরেই দেশজুড়ে CAA

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) পাশ করার দেড় বছর কেটে গিয়েছে। তবে এই আইন এখনও কার্যকর করতে পারিনি কেন্দ্রের মোদী সরকার। মঙ্গলবার সংসদে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক আবেদন জানালো, সংশোধিত নাগরিকত্ব আইনের নিয়ম-নীতি এখনও ঠিক হয়নি। নিয়ম-নীতি তৈরি করতে আরও ছয় মাস সময় প্রয়োজন। নয়া এই আইনের বিধি প্রণয়নে তাই আরও ৬ মাস সময় চাইল কেন্দ্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, নিয়ম-নীতি ঠিক হওয়ার পরে দেশজুড়ে সিএএ কার্যকর করা হবে। এদিন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ সংশোধিত নাগরিকত্ব আইনের কাজ কত দূর এগিয়েছে, কবে এর বিধি প্রকাশ করা হবে, তা জানতে চান। জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, সংশোধিত নাগরিকত্ব আইনের নিয়ম-নীতি ঠিক করতে আরও ৬ মাস সময় লাগবে। নিয়ম-নীতি প্রণয়নের জন্যে সংসদের কাছ থেকে ২০২২ সালের ৯ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে নেয় কেন্দ্র।

একুশের বিধানসভা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে মতুয়াগড় ঠাকুরনগরের জনসভা থেকে অমিত শাহ সাফ জানিয়েছিলেন, করোনার ভ্যাকসিনের কর্মসূচি শেষ হলেই সিএএ কার্যকর করা হবে। সম্প্রতি সিএএ কার্যকর করা হয়নি বলে মতুয়া সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা যায়। পরিস্থিতি সামাল দিতে শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে। কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। সিএএ অবিলম্বে কার্যকর করার দাবি মতুয়া সম্প্রদায়ের।

২০১৯ সালের ডিসেম্বর শীতকালীন অধিবেশনে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ খরে কেন্দ্রের বিজেপি সরকার। এরপর এই আইনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। দেড় বছর পেরিয়ে গেলেও এই আইন কার্যকর করতে পারেনি মোদী সরকার।

উল্লেখ্য, সংসদের নিয়ম অনুযায়ী, কোনও বিল পাশ করার পর ৬ মাসের মধ্যে তার নিয়ম-নীতি প্রস্তুত করতে হয়। প্রয়োজনে সংসদের সংশ্লিষ্ট কমিটির থেকে সময়সীমা বাড়ানো যায়৷ কিন্তু তিনবারের বেশি সময়সীমা বৃদ্ধির আবেদন করা যায় না।