Monday, May 20, 2024
দেশ

ত্রিপুরা: বিএসএফের গুলিতে নিহত গরু পাচারকারী আলমগীর হোসেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত দুর্গাপুর গ্রামে বিএসএফের গুলিতে এক গরু পাচারকারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএসএফের পাশাপাশি স্থানীয় পুলিশও সতর্ক রয়েছে।

গরু পাচারকারী আলমগীর হোসেন দুর্গাপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, ১ অক্টোবর, রবিবার রাতে টহলরত বিএসএফ জওয়ানরা দেখতে পান যে, দুর্গাপুর গ্রামের বেড়িবাঁধ সীমান্ত দিয়ে কিছু লোক বাংলাদেশে গরু পাচার করছে। বিএসএফ হ্যান্ড-মাইক ব্যবহার করে তাদের আত্মসমর্পণ করতে বলে। তার বদলে বিএসএফ জওয়ানদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। আত্মরক্ষার্থে বিএসএফ জওয়ানরা কয়েক রাউন্ড গুলি চালায়। একজন গুলিবিদ্ধ হন, বাকি পাচারকারীরা বাংলাদেশে পালিয়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন এক বিএসএফ জওয়ান।

সকালে স্থানীয়রা জিরো পয়েন্টে মাঠে আলমগীর হোসেনের দেহ পড়ে থাকতে দেখেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের দাবি, নিহত আলমগীর চোরাকারবারী ছিলেন না। তারা বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। 

এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সোনামুড়া থানার বিশাল বাহিনী গ্রামে পৌঁছে বিক্ষুব্ধ গ্রামবাসীদের শান্ত করে। এদিকে স্থানীয় পুলিশ বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।