Monday, May 20, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশের মুন্সিগঞ্জে মন্দির থেকে ৫টি মূর্তি চুরি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের মুন্সিগঞ্জের পাঁচঘড়িয়াকান্দি এলাকার সিদ্দেশ্বরী লক্ষী নারায়ণ জিউর মন্দিরে রাধা-কৃষ্ণসহ ৫টি মূর্তি চুরির ঘটনা ঘটেছে। চুরি হয়েছে মন্দিরের দানবাক্সও। বৃহস্পতিবার রাতে মন্দিরের তালা ভেঙ্গে এই চুরির ঘটনা ঘটে। শুক্রবার ভোরে পুজারিরা মন্দিরের তালা ভাঙা দেখতে পান। 

স্থানীয়রা জানিয়েছেন, ‘প্রতিদিনের মতো মন্দিরের পুণ্যার্থীরা শুক্রবার সকালে পুজো দিতে আসেন। এ সময় তাঁরা মন্দিরের গেটের তালা ভাঙা দেখতে পান। মন্দিরের মূর্তিসহ দামী অনেক জিনিস চুরি গেছে। বিষয়টি মন্দিরের কমিটি ও পুলিশকে জানানো হয়েছে।’

মন্দিরের কমিটির সভাপতি মহাদেব হালদার বলেন, ‘৬টি মূর্তি, রুপার দোলনা, দানবাক্সের সব টাকাপয়সা উধাও হয়ে গেছে। রাতে মন্দিরে কেউ থাকে না, বৃহস্পতিবার সারা রাত বৃষ্টি হয়, সেই সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। শত বছর ধরে এলাকায় মন্দিরটি। এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি।’

জেলা পুজো উদ্‌যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন মজুমদার বলেন, ‘চোর মন্দির থেকে অষ্ট ধাতুর রাধাকৃষ্ণ, ব্রোঞ্জের গণেশ, গোপাল, রামসীতা ও শিবের মূর্তি চুরি করেছে। দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’ প্রথম আলো