Saturday, May 18, 2024
Latestবিনোদন

শাখা-সিঁদুর পরে অঞ্জলি দেওয়ার মৌলবাদীদের রোষের মুখে নুসরাত

কলকাতা: দুর্গাপূজায় মহাষ্টমীতে স্বামী নিখিল জৈনের সঙ্গে পূজামণ্ডপে অঞ্জলি দেওয়ার মৌলবাদীদের রোষের মুখে পড়লেন তৃণমূল সাংসদ তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। পূজায় অংশ নেওয়ায় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

রবিবার মহাষ্টমীতে শাড়ি ও সিঁথিতে সিঁদুর পরে নুসরাত তাঁর স্বামীর সঙ্গে সুরুচি সংঘের পূজা মণ্ডপে অঞ্জলি দেন। নুসরাত চোখ বন্ধ রেখে হাতজোড় করে অঞ্জলির মন্ত্রপাঠ ও প্রার্থনা করেন। এরপর তিনি স্বামীর সঙ্গে ঢাক বাজান এবং নাচেনও। তাদের সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাস। নুসরাতের এই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।

উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দের ইমাম মুফতি আসাদ কাশমী বলেন, এভাবে মুসলিম হয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা যায় না। ইসলাম এসব সমর্থন করে না, কারণ তা হারাম। কোনও মুসলিম ধর্মাবলম্বী মানুষ অন্য ধর্মের হয়ে উপাসনা করতে পারেন না। সেটা করতে হলে তাঁকে ধর্মান্তরিত হতে হবে।

রবিবার অষ্টমীর সকালেই নুসরাত-নিখিল দম্পতি সুরুচি সংঘের পূজামণ্ডপে যান। নুসরাত লাল শাড়ির সঙ্গে হলুদ ব্লাউজ, সিঁথিতে সিদুর, খোঁপায় ফুল ও ভারী গয়না পরেন। অপরদিকে নুসরাতের সঙ্গে রঙ মিলিয়ে পাঞ্জাবি পরেছিলেন নিখিল। মহাষ্টমীতে অঞ্জলি দেন নুসরাত ও নিখিল। তারপর নুসরাত স্বামী নিখিল জৈনের সঙ্গে ঢাক বাজানো শুরু করেন। পাঞ্জাবির হাতা গুটিয়ে নুসরাতের পাশেই ঢাক বাজাতে দেখা যায় নিখিলকেও।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন নুসরাত। তিনি বলেন, প্রত্যেকের নিজের ইচ্ছে মতো ধর্মাচারণের সুযোগ রয়েছে। এটা তার অধিকার। কেউ তার এই অধিকারের বিষয় নিয়ে প্রশ্ন তুলতে পারে না। নুসরাত বলেন, যারা আমাকে আমার নাম দেননি, তাদের আমার নাম পরিবর্তন করতে বলার অধিকার নেই। মৌলবীদের বিশ্রাম নেওয়া উচিত।