Sunday, May 5, 2024
Latestদেশ

বাংলায় টুইট করে দুর্গাপুজোর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রে ‘হাউডি মোদী’-র মঞ্চেও বাংলা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দুর্গাপুজোয় বাংলায় টুইট বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানালেন নমো। মোদী টুইটারে লেখেন, বিশ্বজুড়ে পরম উদ্দীপনার সঙ্গে দু্র্গাপুজা উদযাপিত হচ্ছে। এই বিশেষ মুহূর্তে প্রত্যেককে শুভেচ্ছা জানাই। মা দুর্গা শক্তি, সাহস এবং স্নেহের প্রতীক। সমাজের উন্নতির জন্য তাঁর আশীর্ব্বাদ কামনা করি।


পাশাপাশি দেশবাসীকে বাংলায় মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। রাষ্ট্রপতি লেখেন,পবিত্র দুর্গাপূজা উপলক্ষ্যে দেশ-বিদেশের সব ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উৎসব অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয়ের উদযাপন। দেবী দুর্গার আশীর্বাদে আমাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

প্রসঙ্গত, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে বৃষ্টি হলেও নবমী এবং দশমীতে কোথাও ভারী বর্ষণের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এই দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার প্রভাবে সোমবার-মঙ্গলবার দু’দিনই উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলী, দুই বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।