মমতা হিজাব পরলে ‘ভালো’, আর নুসরতের অঞ্জলিতে আক্রোশ কেন, প্রশ্ন তসলিমার
কলকাতা: মাথা ভরতি সিঁদুর পরে মহাষ্টমীতে অঞ্জলি দেওয়ায় নুসরত জাহানের ওপর বেজায় চটেছেন মৌলবাদীরা। নুসরতের পাশে দাঁড়ালেন লেখিকা তসলিমা নাসরিন। টুইটারে নুসরতের পাশে দাঁড়াতে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ টেনে এনেছেন তসলিমা। এর আগেও নুসরাতের পাশে দাঁড়াতে দেখা গেছে লেখিকাকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। নুসরাতকে সমর্থন করে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর হিজাব পরার নিয়েই আক্রমণ করেছেন তসলিমা।
টুইট বার্তায় তসলিমা লিখছেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন অ-মুসলিম হয়ে অন্যান্য মুসলিমদের মত হিজাব পরেন ও আল্লার কাছে প্রার্থনা করেন তখন ইমামরা তাঁকে বলেন নিরপেক্ষ। আর নুসরাত জাহান যখন হিন্দু না হয়েও অন্যান্য হিন্দুদের মত পূজা মণ্ডপে গিয়ে প্রার্থনা করেন তখন তাকে ইমামরা বলেন অ-মুসলিম।
When Mamata Banerjee as a non- Muslim wore hijab&prayed to Allah like other Muslims,Muslim clerics were happy&called her acts secular.But when Nushrat Jahan as a non-Hindu danced & prayed in a puja mandap like other Hindus,Muslim clerics were unhappy&called her acts un Islamic!
— taslima nasreen (@taslimanasreen) October 7, 2019
মহাষ্টমীর সকালে পুজোমণ্ডপে গিয়ে স্বামীর সঙ্গে অঞ্জলি দেন নুসরাত। লাল-শাড়ি পরে ঢাকের তালে নাচও করেন নুসরাত। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি ও ভিডিও। মৌলবাদীদের রোষের মুখে পড়েন নুসরাত। তবে এবারই প্রথম নয়, জন্মসূত্রে মুসলিম নুসরাতের হিন্দু ছেলেকে বিয়ে, মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র- কোনওটাই ভালোভাবে মৌলবাদীরা।
মহাষ্টমীর অঞ্জলি দেওয়ার পর থেকে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে নুসরত। মৌলবীদের দাবি, আল্লা ছাড়া আর কারও সামনে প্রার্থণা করার অনুমতি ইসলাম দেয় না। কোনও মুসলিম ধর্মাবলম্বী অন্য ধর্মের হয়ে উপাসনা করতে পারেন না। সেটা করতে হলে তাকে অবশ্যই ধর্মান্তরিত হতে হবে।