Wednesday, October 9, 2024
রাজ্য​

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল নেতা তাপস দাস

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের ভাঙন তৃণমূলে। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল নেতা তাপস দাস। তাপস বাবু বড়শাকদল গ্রাম পঞ্চায়েত সদস্য। শনিবার বিকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে গিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন তাপস। তাপস দাস ছাড়াও দিনহাটা-১ ব্লকের গিতালদহ-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুয়াল আজাদও এদিন বিজেপিতে যোগ দেন।

এ প্রসঙ্গে নিশীথ প্রামাণিক বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে। বহু মানুষ এটাকে মেনে নিতে পারছেন না। তৃণমূলের অনেকেই এটা মানতে পারছেন না। তাই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। তাদের বিজেপিতে স্বাগত জানাই।’

বিজেপিতে যোগদান প্রসঙ্গে তাপস দাস বলেন, ‘১৯৯৮ সাল থেকে তৃণমূল করতাম। কিন্তু তৃণমূলে এখন ভালো মানুষের জায়গা নেই। তাই বিজেপিতে যোগ দিলাম।’