Wednesday, October 9, 2024
দেশ

মেলেনি ভিসা, অনলাইনেই ভারতীয় তরুণকে বিয়ে করলেন পাকিস্তানি তরুণী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানি মহিলা সীমা হায়দার এবং ভারতীয় তরুণী অঞ্জুর প্রেম কাহিনী পুরনো হয়ে গেছে! এবার সামনে এল পাকিস্তানের আমিনা এবং ভারতীয় যুবক আরবাজের প্রেমকাহিনী। করাচির আমিনার ভারতে আসার জন্য ভিসার আবেদন করেছিলেন। কিন্তু মেলেনি ভিসা। তাই অনলাইনে বিয়ে করেছেন ভারতের যোধপুরের বাসিন্দা আরবাজকে।

জানা গেছে, আরবাজ বরযাত্রী সহ যোধপুরের ওসওয়াল সমাজ ভবনে যান। সেখানেই অনলাইনে আমিনাকে বিয়ে করেন। আরবাজের বাবা পেশায় ঠিকাদার। আরবাজের পেশা ডিটিপি অপারেটর।  

অনলাইনে বিয়ে প্রসঙ্গে আরবাজ বলেন, ‘আমিনা ফের ভিসার জন্য আবেদন জানাবেন। আমি পাকিস্তানে গিয়ে বিয়ে করিনি, কারণ সেটা ভারতে স্বীকৃত হত না। তাছাড়া আমাদের ভারতে পৌঁছে ফের বিয়ে করতে হতো। পাকিস্তানি মেয়ে বিয়ের জন্য ভারতীয় ভিসা পাওয়া যায় না। তাই, আমরা অনলাইনে বিয়ে করেছি। বিয়ের সার্টিফিকেট নিয়েছি। সেটা বৈধ।’