Thursday, September 19, 2024
খেলা

৬৪৩ কোটি টাকায় ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করা হচ্ছে মণিপুরে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গেছে, মণিপুরে ৬৪৩ কোটি টাকা খরচ করে স্পোর্টস ইউনিভার্সিটি গড়ে তোলা হবে। বৃহস্পতিবারে সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। 

এ বিষয়ে অনুরাগ ঠাকুর বলেন, ‘উত্তর-পূর্ব ভারতের ক্রীড়াক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে। খেলাধুলার উন্নতির জন্য মণিপুরে ৬৪৩.৩৪ কোটি টাকা খরচ করে জাতীয় পর্যায়ের স্পোর্টস ইউনিভার্সিটি নির্মাণ করা হবে। এটি হতে চলেছে ভারতে প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ৯ বছরে উত্তর-পূর্ব অঞ্চলে ক্রীড়া পরিকাঠামো একটি অসাধারণ পরিবর্তনের সাক্ষী হয়েছে। আমাদের সরকার ‘লুক ইস্ট পলিসি’ থেকে ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-তে স্থানান্তরিত হয়েছে। কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্ব অঞ্চলে ক্রীড়া পরিকাঠামোর উপর জোর দিয়েছে।’

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর খেলাধুলায় উত্তর-পূর্বের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘উত্তর-পূর্বের ক্রীড়াবিদরা দেশের জন্য বিশেষ করে মেরি কম, মীরাবাই চানু এবং লভলিনা বোরগোহাইনের মতো মহিলা ক্রীড়াবিদদের খ্যাতি এনে দিয়েছেন। তিনি ক্রীড়াবিদ ভাইচুং ভুটিয়া এবং শিব থাপার অবদানেরও প্রশংসা করেছেন।’