Sunday, May 19, 2024
রাজ্য​

শুভেন্দু ম্যাজিক শুরু, তৃণমূল ছাড়লেন উত্তরবঙ্গের নেতা

জলপাইগুড়ি: শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পরে একের পর নেতা দল ছেড়েছেন। এবার জলপাইগুড়িতে ঘাস ফুল শিবিরে ভাঙন দেখা দিল। নিজেকে শুভেন্দু অধিকারীর অনুগামী ঘোষণা করে তৃণমূল ছাড়লেন জলপাইগুড়ি জেলা কমিটির যুগ্ম সম্পাদক বুবাই কর। রবিবার তৃণমূল ছাড়েন তিনি। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বুবাই কর।

রবিবার তৃণমূলের সাধারণ সদস্য পদ থেকেও ইস্তফা দেন তিনি। দলত্যাগপত্র জেলা তৃণমূল সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। বুবাইবাবু জানিয়েছেন, আপাতত তিনি শুভেন্দু অধিকারীর অনুগামী হয়েই থাকবেন।

বুবাইবাবু আরও জানান, জানুয়ারি মাসে জলপাইগুড়িতে শুভেন্দুবাবু এলে আনুষ্ঠানিকভাবে তখনই বিজেপিতে যোগ দেবেন তিনি। জেলার কয়েকজন তৃণমূলকর্মী, জনপ্রতিনিধিরা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করেছেন তিনি। আরও অনেকেই তৃণমূল ছাড়বেন বলেও জানান বুবাই কর।

উল্লেখ্য, শনিবার মেদিনীপুর কলেজ মাঠের জনসভায় অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের একাধিক সাংসদ ও বিধায়ক।