Monday, May 6, 2024
দেশ

বিজেপিকে রুখতে হবেই, মমতাকে ফোন শরদ পাওয়ারের

কলকাতা: বিজেপি বিরোধী ইস্যুতে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)। জানা গিয়েছে, সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফোন করেন শরদ পাওয়ার। ফোনে তাঁরা বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বিষয়ে আলোচনা করেছেন।

জানা গিয়েছে, জানুয়ারিতে কলকাতায় বিরোধী আঞ্চলিক দলগুলিকে নিয়ে সম্মিলিত সভায় যোগ দেওয়ার পরিকল্পনা করছেন পাওয়ার। পাশাপাশি, কৃষি আইন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে আরও তীব্র করার জন্য তৃণমূলের হাত ধরতে আগ্রহী এনসিপি।

এর আগেই জানুয়ারিতে কলকাতায় আঞ্চলিক দলগুলিকে নিয়ে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই সভায় যোগদানের ইচ্ছেও জানালেন শরদ পাওয়ার।

পাশাপাশি, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার জেরে বাংলার তিন আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করা হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল। সেই ইস্যুতেও মমতা সরকারের পাশে দাঁড়ালেন তিনি এনসিপি প্রধান।