Friday, May 17, 2024
দেশ

ত্রিপুরা পুরভোটে অর্ধেক আসনেই প্রার্থী দিতে পারল না তৃণমূল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের টার্গেট ত্রিপুরা জয়। সেই লক্ষ্যে ইতিমধ্যেই জোর কদমে ঝাপিয়েছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু ত্রিপুরা পুরভোটে (Tripura Municipality Poll) অর্ধেক আসনেই প্রার্থী দিতে পারল না তৃণমূল। তবে আগরতলা পুরসভার ৫১টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে তৃণমূল। আগরতলা পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকার প্রায় ৫০ শতাংশই মহিলা।

বুধবার আগরতলার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল করে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থীরা। এ সময় ছিলেন দলের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিক এবং রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। এদিকে, পুরভোটে প্রবল প্রার্থী সঙ্কটে কংগ্রেস। বিরোধী দল বামও সবকটি আসনে প্রার্থী দিতে পারেনি।

আগরতলা পুরসভার ৫১ জন প্রার্থীর মধ্যে ২৫ জন মহিলা প্রার্থী। তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়েছে, ‘বারবার বিরোধীদের উপর সন্ত্রাসের আবহ তৈরি করছে বিজেপি। দুষ্কৃতীরা যাতে ভয় না দেখাতে পারে, এ জন্যই তাঁরা ভিন্ন পরিকল্পনা নিয়েছে। তাই আগে থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি।’

সুস্মিতা দেবের দাবি, ‘আগরতলায় সবকটি আসনে প্রার্থী দিতে পারাটাই তাঁদের জয়ের প্রথম ধাপ। পুরভোটে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তাঁরা।’

২৫ নভেম্বর ত্রিপুরার আগরতলা পুরনিগম, ১৩টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েতের নির্বাচন হবে। ৫ নভেম্বর অবধি মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মোট আসন ৩৩৪টি। এখনও অবধি মোট ৮২৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বিজেপি থেকে ৩৩৬ জন, তৃণমূলের ১২৫ জন, সিপিএম-এর ২১৪, সিপিআইয়ের ৬ জন, আরএসপির ২ জন, ফরওয়ার্ড ব্লকের ৫ জন, কংগ্রেসের ১০১ জন, নির্দল প্রার্থী ৩২ জন এবং অন্যান্য দলের ৮ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।