Thursday, May 9, 2024
দেশ

যোগী রাজ্যে লিটার প্রতি পেট্রোলের দাম কমলো ১৭ টাকা, ডিজেলে কমলো ২২ টাকা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার পেট্রোল-ডিজেলের দাম নিয়ে বড়সড় ঘোষণা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। পেট্রোলে ৫ টাকা ও ডিজেলে ১০ টাকা দাম কমানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। যা মধ্যবিত্তরে কাছে স্বস্তিদায়ক। জ্বালানিতে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও কর যুক্ত করে। আমজনতাকে স্বস্তি দিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে কর কমানোর আর্জি জানানো হয়।

কেন্দ্রীয় সরকারের সেই আর্জিতে সাড়া দিয়ে পেট্রোল-ডিজেলের উপর থেকে কর কমিয়ে নিল বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্য। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ঘোষণার পরই পেট্রোল-ডিজেলের দাম লিটারপিছু ১২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath)।

যোগী আদিত্যনাথ ঘোষণা দিয়েছেন, বৃহস্পতিবার থেকেই উত্তরপ্রদেশে ডিজেল ও পেট্রোল উভয় ক্ষেত্রেই প্রতিপিছু ১২ টাকা কমানো হলো। এদিকে, কেন্দ্র পেট্রোলের লিটার প্রতি ৫ টাকা কামিয়েছে এবং ডিজেলে ১০ টাকা কমিয়েছে। অর্থাৎ, উত্তরপ্রদেশে লিটার প্রতি পেট্রোলের দাম কমলো ১৭ টাকা এবং ডিজেলের দাম কমলো লিটার প্রতি ২২ টাকা।


উল্লেখ্য, বিজেপি শাসিত উত্তরাখণ্ড, মণিপুর, গুজরাট, অসম, কর্ণাটক, গোয়া এবং ত্রিপুরা সরকারও জ্বালানির উপর ভ্যাট কমানোর ঘোষণা করেছে।

এদিকে, অবিজেপি শাসিত রাজ্যগুলিতে পেট্রোল-ডিজেলের দাম এখনও হয়নি। বিষয়টি নিয়ে সবর হয়েছে বিজেপি। পাশাপাশি, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার জ্বালানির দাম কতটা কমায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।