Thursday, May 16, 2024
দেশ

উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় ফিরছে বিজেপিই, বলছে সমীক্ষা

লখনউ: বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠবে। রাজনৈতিক মহল এটাকে ২০২৪ সালের লোকসভা ভোটের সেমিফাইনাল হিসেবে দেখছে। দেশের সবচেয়ে বড় রাজ্যে কোন দিকে পাল্লা ভারী? এই নিয়ে চলছে জল্পনা-কল্পনা। যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপির? নাকি অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির? নাকি মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টির? নাকি প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের?

Times Now-C Voter-এর সমীক্ষায় তারই এক আভাস মিলল। Times Now-C Voter-এর সমীক্ষা অনুযায়ী, উত্তরপ্রদেশের ৪৩.১ শতাংশ মানুষ ফের বিজেপিকে ক্ষমতায় দেখতে চাইছেন। দ্বিতীয় স্থানে আছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। ২৯.৬ শতাংশ মানুষ ভরসা রাখছে সমাজবাদী পার্টির উপর। অর্থাৎ বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যে ভোটের পার্থক্য প্রায় ১৪ শতাংশ।

সমীক্ষা অনুযায়ী, এই মুহূর্তে নির্বাচন হলে উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির। তৃতীয় স্থানে রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। একসময় উত্তরপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম দলটির উপর ভরসা রাখছেন ১০.১ শতাংশ মানুষ। ৮.১ শতাংশ মানুষ এখনও ভরসা রাখছেন কংগ্রেসের উপর।

মুখ্যমন্ত্রী পদেও ৪২.২ শতাংশ উত্তরপ্রদেশবাসীর প্রথম পছন্দ যোগী আদিত্যনাথ। অখিলেশ যাদবকে মুখ্যমন্ত্রী পদে চাইছেন ৩২.২ শতাংশ মানুষ। মায়াবতীকে মুখ্যমন্ত্রী দেখতে চান ১৭ শতাংশ মানুষ। প্রিয়াঙ্কা গান্ধীকে দেখতে চান মাত্র ২.৯ শতাংশ মানুষ। গবেষণার দেখা গিয়েছে, বিরোধীরা যতই জোট এবং জ্বালানির মূল্য বৃদ্ধি-সহ বিভিন্ন বিষয়ে আন্দোলন করলেও গেরুয়া শিবির এগিয়ে আছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ৪০৩টি বিধানসভা আসনে লড়াই হয়ে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম জাতীয় রাজনীতিও। লোকসভা ভোটের আগে সকলের নজর গেরুয়াগড় নামে পরিচিত উত্তরপ্রদেশের দিকে। উত্তরপ্রদেশের ফলাফল দেখে লোকসভা নির্বাচনে কি হবে, তার ইঙ্গিত পাওয়া যাবে বলে মনে করেছে পর্যবেক্ষক মহলের একাংশ।