Monday, April 29, 2024
কলকাতা

কলকাতায় পেট্রোলের দাম ১০২.৮ টাকা লিটার, ডিজেল ৯৩.০২ টাকা

কলকাতা: করোনা প্রকোপে নাজেহাল গোটা অনেকে কাজ হারিয়ে। অনেকের রুটি-রুজিতে টান পড়েছে। এরই মধ্যে দিনে দিনে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম শনিবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়ে হয়েছে ১০২ টাকা ৮ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম লিটার প্রতি ২১ পয়সা বেড়ে হয়েছে ৯৩.০২ টাকা।

শুধু কলকাতা নয়, দেশের একাধিক শহরে পেট্রোল-ডিজেলের দাম লাগামছাড়া। মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ওড়িশা ও বিহারে অনেক আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম।

শনিবার রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১০১ টাকা ৮৪ পয়সা দরে। অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের মূল্য ৮৯.৮৭ টাকা। বাণিজ্যনগরী মুম্বাইয়ে পেট্রোলের দাম ১০৭.৮৩ টাকা এবং ডিজেল ৯৭.৪৫ টাকা। জয়পুরে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৮.৭১ টাকা। চণ্ডীগড়ে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৭.৯৩ টাকা।

চলতি মাসে পেট্রোল-ডিজেলের দাম প্রায় ১০ বার বেড়েছে যে হারে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তা নিয়ে মাথায় হাত মধ্যবিত্তদের। গত দু’বছর ধরে করোনার জেরে কাজ হারাচ্ছে মানুষ তার মধ্যে বাড়তেই আছে জ্বালানির দাম। জ্বালানির দাম বাড়ার ফলে অন্যান্য জিনিসের দামও বাড়ছে।

জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিও লেখেন কিন্তু কোনো উত্তর মেলেনি বলে প্রতিবাদে নেমেছে তৃণমূল, কংগ্রেস-সহ বিজেপি বিরোধীরাপ্রতিবাদেও ইতিবাচক ফল মেলেনি। ড্যামেজ কন্ট্রোল করতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীও বদল করা হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পরিবর্তে বসানো হয়েছে হরদীপ সিং পুরীকে। কিন্তু তাতেও পেট্রোল-ডিজেলের ক্ষেত্রে ‘আচ্ছে দিনে’র দেখা মিলছে না