Thursday, May 2, 2024
দেশ

CBSE-র প্রশ্নফাঁসের ঘটনায় আটক ৩

নয়াদিল্লি: পরীক্ষার দেড় ঘণ্টা আগে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE) প্রশ্নফাঁস ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে একজন অর্থনীতির শিক্ষক রয়েছেন, যিনি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত। এছাড়া দশম শ্রেণির এক ছাত্রকেও আটক করা হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের জন্য ২ থেকে আড়াই হাজার টাকা করে নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।

CBSE-র অধীনে অনুষ্ঠেয় দশম শ্রেণির গণিত ও দ্বাদশ শ্রেণির অর্থনীতির প্রশ্ন পরীক্ষার আগে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে এ দুই বিষয়ের পরীক্ষা বাতিলও করা হয়। জানা গিয়েছে, প্রথম ধাপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গণিত বিষয়ের প্রশ্ন ২৪ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়। আর সিবিএসই দ্বাদশ শ্রেণির ফাঁস হওয়া প্রশ্ন পেয়েছিলেন ১০ জন।
পরে তা দিল্লির বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া প্রশ্ন কমপক্ষে এক হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছেছে বলে দাবি করেছে পুলিশ।

কেন্দ্রীয় শিক্ষাসচিব অনিল স্বরূপ বলেন, দশম ও দ্বাদশ শ্রেণির প্রশ্ন ফাঁস হলেও আপাতত আগামী ২৫ এপ্রিল গোটা দেশে শুধুমাত্র দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষাই নতুন করে নেওয়া হবে। শুধুমাত্র দিল্লি ও-হরিয়ানাতে। তিনি জানান, ‘‘প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দশম শ্রেণির অঙ্ক প্রশ্ন ফাঁস হওয়াটা দিল্লি-সহ রাজধানী এলাকা এবং হরিয়ানার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাই যদি পরীক্ষা হয়, ওই দু’টি রাজ্যেই হবে।” অঙ্ক পরীক্ষার তারিখ না জানানো হলেও জুলাই মাস নাগাদ এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।