Friday, May 17, 2024
দেশ

জিস্যাট-৬ এ-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ইসরোর

বেঙ্গালুরু: কৃত্রিম উপগ্রহ জিস্যাট-৬ এ-র সঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।বৃহস্পতিবার উৎক্ষেপণ করা হয় এই কৃত্রিম উপগ্রহ। রবিবার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা নিশ্চিত করেছে ইসরো। এক বিবৃতিতে ইসরো জানায়, ‘জিস্যাট-৬ এ’ নামের এই উপগ্রহের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার ‘জিএসএলভি-এমকে ২’ বা ‘জিএসএলভি-০৮’ রকেটের পিঠে চাপিয়ে ‘জিস্যাট-৬ এ’ নামের উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। উপগ্রহটি ৩৫,৯০০ কিলোমিটার ওঠার পর সেটির ল্যাম ইঞ্জিন চালু করার কথা ছিল। তা করার আগেই সেটির সঙ্গে ‌যোগা‌যোগ বিচ্ছিন্ন হয়ে ‌যায়। পুণরায় যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

দুই হাজার ১৪০ কিলোগ্রাম ওজনের উপগ্রহটিকে বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৬ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় উৎক্ষেপণ স্থল থেকে পাঠানো হয়। ইসরোর এই উপগ্রহটি তৈরি করতে খরচ হয়েছিল ২৭০ কোটি টাকা। দেশের দুর্গম এলাকায় ‌যোগা‌যোগ স্থাপন করতে বিশেষ করে সেনাবাহিনীর টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এটিকে ব্যবহার করার কথা ছিল।