Friday, April 19, 2024
আন্তর্জাতিক

এপ্রিল ‘যৌন হয়রানি প্রতিরোধের’ মাস : ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের এপ্রিলকে যুক্তরাষ্ট্রে ‘জাতীয় যৌন নিপীড়ন প্রতিরোধ’ মাস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন। যৌন সহিংসতার মতো ঘটনার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এবং তা প্রতিরোধে কাজ করার অঙ্গীকার থেকে শুক্রবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার কথা জানানো হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেক্সুয়াল ভায়োলেন্স রিসোর্স সেন্টারের দেয়া তথ্য অনুযায়ী, ২০০১ সাল থেকে এপ্রিল যৌন নিপীড়নের বিরম্নদ্ধে সচেতনতার মাস হিসেবে পালন করা হচ্ছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি শুরম্ন হয় প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ২০১০ সাল থেকে। সেই প্রথা এখনো চালু আছে।

ডোনাল্ড ট্রাম্প ঘোষণায় বলেন, ‘সমাজ থেকে যৌন সহিংসতা উপড়ে ফেলতে আমাদের কাজ করতে হবে; ঘরে ও কর্মস্থলে নিরাপদ সম্পর্ক গড়ে তুলতে হবে।’ প্রসঙ্গত, ট্রাম্পের বিরুদ্ধে অন্তত ১৫ জন নারীর যৌন নিপীড়নের অভিযোগ ঝুলছে। তবে ট্রাম্প সব অভিযোগই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।