Saturday, October 5, 2024
দেশ

‘৫০০ বছর পর রাম জন্মভূমি ফেরাতে পারলে সিন্ধুও ফিরিয়ে আনতে পারবো’, হুঙ্কার যোগীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গেরুয়া শিবিরের অন্যতম অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অযোধ্যা রাম মন্দির। সেই স্বপ্নের রাম মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে জানুয়ারিতেই। এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ ফিরিয়ে আনার ডাক দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

পাকিস্তানের সিন্ধু প্রদেশকে ভারতের সঙ্গে যুক্ত করার কথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘৫০০ বছর পর রাম জন্মভূমি ফেরাতে পারলে সিন্ধু প্রদেশও ফিরিয়ে আনতে পারব।’

উল্লেখ্য, পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচি। স্বাধীনতার আগে এক সময় বোম্বে প্রেসিডেন্সির মধ্যে ছিল সিন্ধু।  

ভারতে বসবাসরত সিন্ধি সম্প্রদায়ের সংগঠনের তরফে ২ দিনের সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন যোগী।

যোগী আদিত্যনাথ বলেন, ‘আমি বিশ্বাস করি সিন্ধিরা তাঁদের পূর্বপুরুষদের মাটি ফিরে পাবে। তাঁদের সেই মাটির ইতিহাস জানতে হবে। একটা মানুষের একগুঁয়ে মনোভাবের জন্য দেশভাগ হয়েছিল। আর দেশভাগের পর সব থেকে কষ্ট পেতে হয়েছিল সিন্ধি মানুষদের। তাঁদেরকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছিল।’ 

যোগী আদিত্যনাথ দেশভাগের কষ্টের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশভাগের জ্বালা আজও সহ্য করতে হয় আমাদের। সন্ত্রাসবাদের রূপে এর ছ্যাঁকা লাগে।’