Monday, April 29, 2024
খেলা

হিন্দুবিরোধী মন্তব্য, পাকিস্তানি সঞ্চালিকাকে ভারত থেকে বিতাড়িত করা হলো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের মাটিতে অনুষ্ঠিত চলতি বিশ্বকাপে (World Cup 2023) আইসিসির সঞ্চালিকাদের তালিকায় ছিলেন পাকিস্তানের জনপ্রিয় স্পোর্টস অ্যাঙ্কর ও ক্রীড়া সাংবাদিক জয়নাব আব্বাস (Zainab Abbas)। সেইমতো ভারতে এসেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের আসর শুরু হতেই দেশে ফিরে যেতে হলো তাকে। অতীতে ভারত এবং হিন্দুবিরোধী মন্তব্য করায় ভারত থেকে বিতাড়িত করা হলো তাকে।

অতীতে জয়নাব আব্বাসের হিন্দুবিরোধী ও ভারত বিদ্বেষী মন্তব্যের টুইট সামনে এসেছে। আইনজীবী ও সমাজকর্মী বিনীত জিন্দাল তার বিরুদ্ধে দিল্লি পুলিশের সাইবার শাখায় অভিযোগ দায়ের করেছেন। 

বিনীত টুইটে জানিয়েছেন, ‘দিল্লি পুলিশের কাছে তিনি জয়নাবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ২৯৫, ৫০৬, ১২১ ধারায় এফআইআর দায়ের করেছেন। পাশাপাশি আইটি আইনের ৬৭ ধারাও প্রয়োগ করতে বলেছেন।’


বিনীত দাবি করেছেন, জয়নাব এহেন মন্তব্য করে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন। জয়নাব ভারত-বিরোধী বক্তব্যও করেছেন। বিনীত আইসিসির কাছে আবেদন জানিয়েছেন যে, অবিলম্বে জয়নাবকে বিশ্বকাপের উপস্থাপকদের তালিকা থেকে বাদ দেওয়া হোক।

উল্লেখ্য, জয়নাব স্কাই স্পোর্টস ও স্টার স্পোর্টসের সঞ্চালিকা। পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকার কলামিস্টও।