Thursday, September 19, 2024
ব্লগ

‘The White Sahibs In India’ বইটি ভারতে ব্রিটিশ শাসনের অমানবিকতা, বর্বরতাকে তুলে ধরেছে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: The White Sahibs In India ইংরেজ রেজিনাল্ড রেনল্ডসের লেখা একটি বই। এই বইয়ে ভারতে ব্রিটিশ শাসনের বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের অসাধুতা, অমানবিকতা, বর্বরতাকে ফুটিয়ে তুলেছে।

বইটি এই ‘বিরক্তিকর গল্প’কে স্পষ্ট, সু-উদ্ধৃত পদে বলেছে; একটি গল্প যা আমাদের ব্রিটিশ-প্রবর্তিত, পশ্চিম-গৌরবান্বিত, ভারত-নিপীড়নকারী (সূক্ষ্মভাবে) শিক্ষাব্যবস্থা আমাদের কাছ থেকে সাবধানে লুকিয়ে রেখেছে। এই বইয়ের তথ্যগুলো যদি প্রত্যেক ভারতীয়ের কাছে উপস্থাপন করা হয়, তাহলে পশ্চিমের প্রতি ‘অপ্রাকৃতিক আকর্ষণ’ এবং এর মূল্য-ব্যবস্থা হয়তো ব্যাপকভাবে ভেঙে যাবে।

সোসাইটি ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হিমালয় (SIDH), মুসৌরি দ্বারা পুনঃপ্রকাশিত।

বইটি পাওয়া যাচ্ছে – Hindu eShop

তথ্যসূত্রঃ Arise Bharat