শ্রীনগর থেকে গ্রেফতার লস্কর জঙ্গি ইয়াসির আহমেদ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের জঙ্গি এক জঙ্গিকে পাকড়াও করলো ভারতীয় নিরাপত্তারক্ষীরা। ৪টি পারফিউম আইইডি-সহ গ্রেফতার করা হয়েছে এক লস্কর-ই-তৈইবা (LeT) জঙ্গিকে। বটমলু বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে শ্রীনগর পুলিশ জানিয়েছে, ধৃত ওই লস্কর জঙ্গির নাম ইয়াসির আহমেদ ইট্টু। চারটি পারফিউম আইইডি-সহ বটমলু বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে বটমলু থানায় বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।