Sunday, May 19, 2024
Latestদেশ

‘‌আমাকেও মেরে ফেলুন, ওকে ছাড়া আমি বাঁচব না’‌, ধর্ষকের স্ত্রী

হায়দরাবাদ: হায়দরাবাদের তরুণী পশুচিকিৎসকের গণধর্ষণ ও নারকীয় হত্যাকাণ্ডে অভিযুক্ত মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন ও চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলুকে শুক্রবার সকালে এনকাউন্টারে খতম করেছে সাইবারাবাদ পুলিশ। ৪ অভিযুক্তকে এনকাউন্টারের হত্যার পর মিশ্র প্রতিক্রিয়া এসেছে অভিযুক্তদের পরিবারের তরফে।

অভিযুক্ত ২০ বছর বয়সী চেন্নাকেশাভুলুর স্ত্রী রেণুকা বলেন, কেন মারলে আমার স্বামীকে? আমার সংসার ভাঙলে কেন? যেখানে ওকে নিয়ে গিয়ে মেরেছো, আমাকেও সেখানে নিয়ে গিয়ে মেরে ফেলো। আবার কখনও কখনও বলছেন, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। পুলিশ আমাকেও মেরে ফেলুক।

চেন্নাকেশাভুলুর স্ত্রী বলেন, পুলিশ আমাকে বলেছিল তদন্তের পর স্বামীকে ফিরিয়ে দেবে। গতকাল রাতেও জানতাম, স্বামী ফিরে আসবে। শুক্রবার সকালে শুনি ওকে মেরে ফেলা হয়েছে। অন্যায়ভাবে আমার স্বামীকে মারা হয়েছে। আমি ন্যায় চাই। স্বামীকে ছাড়া বাঁচব না।

এদিকে, মূল অভিযুক্ত মহম্মদ আরিফের মা স্তব্ধ। আরিফের বাবা বলেন, সকালে পুলিশের ফোন এল। ওরা বলল ছেলেকে মেরে ফেলেছে। এনকাউন্টারে মরেছে আরিফ। আমার ছেলে চলে গিয়েছে।

অভিযুক্ত জল্লু শিবার বাবা জল্লু রামাপ্পা বলেন, ছেলেকে হারিয়েছি কোনও আফসোস নেই। দোষী শাস্তি পেয়েছে। কিন্তু বাকিদের ক্ষেত্রেও এমনটাই হওয়া উচিত। অনেকেই ধর্ষণ-খুন করে বেঁচে রয়েছে। তাদের তো এভাবে মেরে ফেলা হয় না। তাদের ক্ষেত্রে এমন শাস্তি হয় না কেন ?