Friday, June 20, 2025
Latestদেশ

সব অভিযুক্ত গ্রেফতার, খুব শীঘ্রই দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে: যোগী আদিত্যনাথ

লখনউ: উন্নাওয়ের তরুণীর মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক, বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান, অভিযুক্তদের ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি হবে। ফলে খুব তাড়াতাড়ি দোষীদের বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে। উন্নাওয়ে তরুণীকে গণধর্ষণ ও পরে পুড়িয়ে মারার ঘটনায় প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। হারদরাবাদ কাণ্ডের সপ্তাহ খানেকের মধ্যে ফের উন্নাওয়ে এমন ঘটনায় মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার যোগী আদিত্যনাথ বলেন, ওই তরুণীর মৃত্যুর খবর শুনে অত্যন্ত মর্মাহত তিনি। দ্রুত বিচারের লক্ষ্যে ফাস্ট ট্র্যাক আদালতে শুনানি করা হবে এবং দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে।


জানা গেছে, গত বৃহস্পতিবার উন্নাওয়ের ওই নিগৃহীতা আদালতে যাওয়ার সময় তাঁর উপর হামলা করে ৫ দুষ্কৃতী, যাঁদের মধ্যে ধর্ষণে অভিযুক্ত ২ ব্যক্তিও ছিলেন। তাঁর গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় তাঁকে। ৯০ শতাংশ পুড়ে যান ওই ধর্ষিতা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শুক্রবার রাত ১১টা ৪০ নাগাদ হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

মৃত তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ময়না তদন্তের রিপোর্ট দেবে বলে জানা গেছে।