Monday, May 6, 2024
Latestদেশ

সোমবার সংসদে পাস হতে পারে নাগরিকত্ব সংশোধনী বিল

নয়াদিল্লি: গত বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা নাগরিকত্ব সংশোধনী বিলের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার লোকসভার বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক হয়েছে, বিলটি আগামী সোমবার সংসদে পেশ করবে কেন্দ্রীয় সরকার। বিজেপির মতে, উভয়কক্ষেই বিল পাস করাতে কোনও সমস্যা হবে না।

লোকসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে ঠিক করা হয়েছে, সোমবারই নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হবে লোকসভায়। প্রাথমিকভাবে চার ঘন্টার আলোচনার সময়সীমা ধার্য হয়েছে। লোকসভায় বিজেপি তথা এনডিএ জোটের বিপুল গরিষ্ঠতা রয়েছে। সুতরাং নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাস হওয়া নিয়ে কোনও সমস্যাই নেই।

তবে রাজ্যসভায় বিজেপি তথা এনডিএ জোটের গরিষ্ঠতা নেই, তাই বিল পাস হওয়া নিয়ে সামান্য সমস্যা রয়েছে। তবে বিজেপি  নিশ্চিত, রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনও সমস্যা হবে না। জানা গেছে, শিবসেনা নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করবে। বিজু জনতা দল, এআইডিএমকেও বিলটিকে সমর্থন করবএ। নীতীশ কুমারের দল আভাস দিয়েছে তাঁরাও সমর্থন করবেন বিলটিকে।

বিলে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জৈন, শিখ এবং পার্সি সম্প্রদায়ের সকলেই শরণার্থী হিসেবে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ অমুসলিমরা ভারতে ৫ বছর শরণার্থী হিসেবে থাকলেই ভারতীয় নাগরিকত্ব পাবেন।