Saturday, May 18, 2024
দেশ

আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হয়নি কেন? পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: আয়ুষ্মান ভারত প্রকল্প কেন চালু করা হয়নি? পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ চার রাজ্যেকে নোটিশ পাঠিয়ে জানতে চাইল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ওড়িশা, তেলেঙ্গানা, দিল্লি ও পশ্চিমবঙ্গে চালু হয়নি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। একটি জনস্বার্থ মামলায় এনিয়ে এই রাজ্যগুলিকে নোটিশ পাঠিয়ে কারণ জানতে চেয়েছে শীর্ষ আদালত।

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিমার সুবিধা পাওয়া যায়। সম্প্রতি হায়দরাবাদের পি শেখর রাও পিটিশন দায়ের করেন। তিনি তাঁর পিটিশনে জানান, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও দিল্লি ছাড়া দেশের সব রাজ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় করোনার নমুনা পরীক্ষা, চিকিৎসা-সহ বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসার সুবিধা পাওয়া যায়।

পি শেখর রাওয়ের অভযোগ, স্বাস্থ্যবিমা ও সরকারি হাসপাতালে চিকিৎসার উপযুক্ত পরিকাঠামোর অভাবে বিপুল টাকা গুণে বেসরসকারি হাসপাতালে করোনা চিকিৎসা করতে বাধ্য হচ্ছেন মানুষ। যা সংবিধানের ১৪ নম্বর ধারা (আইনের চোখে সবাই সমান) এবং ২১ নম্বর ধারার (জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা) বিরোধী।

এরপরই সুপ্রিম কোর্ট ৪ রাজ্যকে নোটিশ পাঠিয়ে জানতে চাইল, রাজ্যে আয়ুষ্মান যোজনা রূপায়ন করা হয়নি কেন? আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেন। যদিও তৃণমূলের বক্তব্য, ২০১৬ সালের স্বাস্থ্যসাথী প্রকল্পের নকল আয়ুষ্মান ভারত। স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০০ শতাংশ অর্থ দেয় রাজ্য সরকার। অন্যদিকে, আয়ুষ্মান ভারত প্রকল্পে ৬০ শতাংশ অর্থ দেয় কেন্দ্র, বাকিটা দেয় রাজ্য। স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের ৭.৫ কোটি মানুষ উপকৃত হয়। সেখানে আয়ুষ্মান প্রকল্পে গোটা দেশে ১২.৫ কোটি উপকৃত হয়ে থাকে।