Tuesday, November 18, 2025
দেশ

অযোধ্যায় এলে আর কখনও স্বাগত জানানো হবে না উদ্ধব ঠাকরেকে, ঘোষণা ভিএইচপি ও সাধুদের

অযোধ্যা: শিবসেনার সঙ্গে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বাকযুদ্ধ এখনও অব্যাহত। কঙ্গনাকেই সমর্থন জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও অযোধ্যার রাম মন্দিরনগরীর পূজারীমণ্ডল। তাঁরা ঘোষণা করেছে, অযোধ্যায় আর স্বাগত নন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। অভিনেত্রীকে সমর্থন জানিয়েছে অযোধ্যার হনুমানগড়ি মন্দিরের নাগা সন্ন্যাসীরাও।

উল্লেখ্য, গত বুধবার কঙ্গনার অফিসের একাংশ ভেঙে দিয়েছে বৃহন্মুম্মবই পুরসভা। ঘটনায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, মুম্বাই এখন পাক অধিকৃত কাশ্মীর হয়ে গিয়েছে।

এদিকে, কঙ্গনার অফিস ভাঙা নিয়ে হনুমানগড়ি মন্দিরের পূজারী রাজু দাস বলেন, উদ্ধব ঠাকরে ও শিবসেনাকে আর অযোধ্যায় স্বাগত জানানো হবে না। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অযোধ্যার সন্ন্যাসীদের তীব্র বিরোধিতার মুখে পড়বেন। তাঁর অভিযোগ, অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টারও দেরি করেনি মহারাষ্ট্র সরকার। অথচ এখনও পর্যন্ত পালঘরে খুন হওয়া দুই সাধুর হত্যাকারীদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি মহারাষ্ট্র সরকার।

বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, কঙ্গনার বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র সরকার। কোনও কারণ ছাড়া একজন মহিলাকে আক্রমণ এবং তাঁর অফিস ভাঙচুর করার মতো পদক্ষেপ শিবসেনার থেকে প্রত্যাশিত নয়। জাতীয়তাবাদকে সমর্থন করা এবং মুম্বাইয়ের ড্রাগ মাফিয়াদের মুখোশ খুলে দেওয়ায় অভিনেত্রীকে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।

অযোধ্যা সন্ত সমাজের প্রধান মোহন্ত কানহাইয়া দাস বলেন, এখন আর উদ্ধব ঠাকরেকে স্বাগত জানাবে না অযোধ্যা। শিবসেনা কি কারণে কঙ্গনাকে আক্রমণ করছে, তা সবাই বুঝতে পারছে। এর মধ্যে কোনও রহস্য নেই। বালাসাহেব ঠাকরের শিবসেনার সঙ্গে এখনকার শিবসেনার কোনও মিল নেই।