Thursday, May 16, 2024
দেশ

আবার এইমসে ভর্তি হলেন অমিত শাহ

নয়াদিল্লি: ফের হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার রাতে তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (All India Institute of Medical Sciences সংক্ষেপে AIIMS) ভর্তি করা হয়েছে। এইমসের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে সূত্রের খবর, স্থিতিশীল রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

১৩ দিন আগে তিনি এইমস হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। করোনা পরবর্তী চিকিৎসার জন্য এইমসে ভর্তি করা হয়েছিন তাঁকে। শনিবার রাত ১১টা নাগাদ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় তাঁকে এইমসে ভর্তি করা হয়। জানা গিয়েছে, এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে একটি চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, গত ২ আগস্ট অমিত শাহের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর ১৪ আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অমিত শাহ। তখন তিনি জানিয়েছিলেন, বাড়িতেই কয়েকটা দিন কাটাবেন তিনি। কিন্তু তিনদিন পর অর্থাৎ ১৭ আগস্ট রাতে তাঁকে এইমসে ভর্তি করা হয়েছিল।

৩১ আগস্ট ১৫ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অমিত শাহ। পরদিন বাড়ি থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে হাজির হয়েছিলেন তিনি। কিন্তু তারপর শনিবার ১১ টা নাগাদ আবার তাঁকে এইমসে ভর্তি করা হল।