Sunday, May 5, 2024
রাজ্য​

ভোট-পরবর্তী হিংসা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোট পরবর্তী হিংসা নিয়ে বাংলাকে নোটিশ পাঠালো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নোটিশে জানতে চেয়েছে, ভোট পরবর্তী সময়ে জীবন বাঁচাতে ভিন রাজ্যে আশ্রয় নেওয়া ‘শরণার্থী’দের বিষয়ে কি ভাবছে রাজ্য সরকার? আগামী ৭ জুন এই মামলার পরবর্তী শুনানি।

গত ২ মে পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হয়। তারপর থেকে রাজ্যজুড়ে হিংসার ঘটনা অব্যাহত। সম্প্রতি বাংলায় ভোট-পরবর্তী হিংসা নিয়ে ১৪৬ বিশিষ্টজন  সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন। পিটিশনে বলা হয়, ভোটের ফল প্রকাশের পর প্রাণ বাঁচাতে বহু মানুষকে বাড়িছাড়া হতে হয়েছে। ১৮ জনের বেশি রাজনৈতিক কর্মী খুন হয়েছেন। এখনো চলেছে হিংসার ঘটনা। শাসকদল ব্যতীত অন্যদলের মহিলাদের যৌন নির্যাতন করা হচ্ছে।

এর আগে ভোট পরবর্তী হিংসার বলি ২ বিজেপি কর্মীর পরিবারের তরফেও সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। তাঁদের দাবি, সিআইডি না, এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ সিট গঠন করা হোক। এরপরেই রাজ্যকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। যা রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, কোচবিহার থেকে ৩০০ থেকে ৪০০ জন বিজেপির কর্মী প্রাণ বাঁচাতে অসমের একটি শিবিরে আশ্রয় নিয়েছে। অসমের হিমন্ত বিশ্বশর্মাও টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাজ্য থেকে ভিন রাজ্যে আশ্রয় নেওয়া ছবি ব্যাপক ভাইরাল হয়। এমনকি রাজ্যপাল জগদীপ ধনকরও সেখানে আশ্রয় নেওয়া ব্যক্তিদের সঙ্গে দেখা করতে যান।

সুপ্রিম কোর্ট বলেছে, মানবিকতার খাতিরে প্রাণ বাঁচাতে ভিন রাজ্যে পালিয়ে যাওয়া মানুষদের নিরাপত্তা নিশ্চিত করুক রাজ্য সরকার। এ বিষয়ে রাজ্য কি ভাবছে সেটাও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৭ জুনের মধ্যে রাজ্যকে এ বিষয়ে হলফনামা জমা দিতে বলা হয়েছে।