Saturday, May 18, 2024
দেশ

ভারতে বন্ধ হচ্ছে না ফেসবুক, ‘নির্দেশিকা মানতে চাই’ জানাল সংস্থা

নয়াদিল্লি: ২৬ মে অবধি সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে নয়া গাইডলাইনের বিষয়ে জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। কিন্তু, গত ফ্রেবুয়ারিতে জারি করা কেন্দ্রের এই গাইডলাইন লাগু করেনি দেশি অ্যাপ কু ছাড়া আর কোনও সোশ্যাল প্ল্যাটফর্ম। যার জেরেই প্রশ্ন উঠেছিল তাহলে কি ভারতে ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে?

এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করে ফেসবুক জানিয়েছে, ভারত সরকারের নির্দেশিকা মেনে নিয়েই কাজ করতে চাই আমরা। কিন্তু এ বিষয়ে আরও বিশদে কিছু আলোচনার প্রয়োজন। ভারত সরকারের সঙ্গে যত দ্রুত সম্ভব নয়া এই গাইডলাইন নিয়ে আমরা বৈঠক করবো। ফেসবুক সর্বদা চায়, যাতে গ্রাহকরা স্বাধীন এবং সুরক্ষিত ভাবে নিজেদের মত প্রকাশ করতে পারে।

কেন্দ্রের জারি করা নয়া গাইডলাইনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট করলে ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে একটি সংশ্লিষ্ট বিভাগ রাখতে হবে সেখানে অভিযোগ জানানো হবে। নোডাল কনট্যাক্ট অফিসারকে অভিযোগ পাওয়ার ৩৬ ঘন্টার মধ্যেই ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষকে।

মূলত, সাইবার ক্রাইম রুখতে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব-উষ্কানিমূলক পোস্ট বন্ধ করতে কেন্দ্রীয় সরকার নয়া এই গাইডলাইন জারি করেছে। কেন্দ্রের তরফে সাফ বলা হয়েছে, নয়া গাইডলাইনের না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।