Sunday, May 5, 2024
রাজ্য​

কোনও বাহানা নয়, অবিলম্বে ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু করুক বাংলা, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: কেন্দ্রের মোদী সরকারের বিরোধিতা করতে গিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। পশ্চিমবঙ্গ সরকারকে অবিলম্বে এক দেশ এক রেশন কার্ড নীতি চালু করতে হবে। শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই রেশন কার্ড থাকলে দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন তোলা যাবে।

দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরা রীতিমতো কড়া ভাষায় এই নির্দেশ দিয়েছেন। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য কল্যাণকর। তারা দেশের যেকোনো জায়গা থেকে এই প্রকল্পের মাধ্যমে রেশন তুলতে পারবেন। তাই কোনও বাহানা নয়। অবিলম্বে এক দেশ এক রেশন কার্ড নীতি চালু করতে হবে বাংলার সরকারকে।


উল্লেখ্য, এক দেশ এক রেশন কার্ড প্রকল্প নিয়ে কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের দীর্ঘদিন তরজা চলছে। রাজ্য সরকারের দাবি, মোদী সরকারের এই প্রকল্প থেকে রাজ্যের খাদ্যসাথী প্রকল্প অনেক ভালো।

বর্তমানে দেশের প্রায় সব রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ প্রকল্প চালু হয়েছে। শুধুমাত্র দিল্লি, অসম ও পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু হয়নি। বিধানসভা ভোটের আগে এই বিষয়টি নিয়ে বিতর্কে জড়ায় বিজেপি-তৃণমূল। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। তার পরেই শুক্রবার গুরুত্বপূর্ণ এই রায় দিল দেশের সর্বোচ্চ আদালত।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প চালু হলে গণবণ্টন ব্যবস্থায় রাজ্যের গুরুত্ব কমবে। সরাসরি কেন্দ্রের রেশন পৌঁছে যাবে মানুষের কাছে গরিবের ঘরে। তাই এই প্রকল্প চালু করতে চাইছে না রাজ্য সরকার।