Saturday, May 18, 2024
রাজ্য​

‘যারা দল ছাড়তে চান, তারা ছাড়তে পারেন,’ মুকুলের নাম না করে বললেন দিলীপ

কলকাতা: নবান্নে গিয়ে তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপির বৃদ্ধিতে যাদের কোনও অবদান নেই, তারা যেতে পারেন।

দিলীপ ঘোষ আরও বলেন, আমাদের অনেক কর্মীই ঘরছাড়া অবস্থায় রয়েছেন। অনেকে ঘরে ফিরতে পারেননি। তাঁদের সুরক্ষা নিয়ে আপাতত চিন্তিত। তাঁদের কথা ভাবতে হচ্ছে। কে কোথায় গেলেন তা নিয়ে ভাবার সময় নেই।

২০১৭ সালের ৩ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায়। দলে যোগদানের পর তেমন ভারী কোনও পদ মুকুলকে দেয়নি বিজেপি। ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলায় বিজেপির ১৮ আসন জেতার বিজেপিতে ‘কদর’ বাড়ে মুকুলের। দলের সর্বভারতীয় সহ সভাপতির পদ পান মুকুল। তবে ধীরে ধীরে বিজেপির সাথে দূরত্ব বাড়ে তার।

এদিন মুকুলকে স্বাগত জানিয়ে মমতা বলেন, আমাদের দল আগেই শক্তিশালী ছিল। আমরা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। তবে, আমি মনে করি মুকুলের যোগদানে একটু শান্তি পাবে। তৃণমূলে আগের মতোই কাজ করবে মুকুল।