Saturday, May 18, 2024
রাজ্য​

বিজেপি থেকে পদত্যাগ করলেন বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি

বনগাঁ: মুকুল রায় বিজেপি ছাড়তেই দল ছাড়লেন মুকুল-ঘনিষ্ঠ বিজেপি নেতা। শুক্রবার বনগাঁয় দলীয় বৈঠকে যোগ দিতে যান দিলীপ ঘোষ। এদিনই বিজেপির জেলা সহ-সভাপতি তপন সিনহা পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করছেন। বেশ কিছু দিন ধরে দলের হয়ে কাজ করতে পারছিলাম না। তাই পদত্যাগ করলাম।

বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব তপন সিনহার পদত্যাগপত্র পেয়েছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে বনগাঁ লোকসভার ৭টি আসনের মধ্যে ৬টি আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। তারপরেও কেন এই ভাঙন তা নিয়ে প্রশ্ন উঠছে।

তপন সিনহা পদত্যাগপত্রে জানিয়েছেন, গত কয়েকদিন ধরে দলের রাজনৈতিক কর্মসূচি আমি জানতে পারছিলাম না। আসলে আমাকে জানানো হচ্ছিল না। তাছাড়া শারীরিকভাবেও পেরে উঠছি না। তাই এবার পদত্যাগ করলাম। ভবিষ্যতে কি করব সেটা পরে ভাবব।

এ প্রসঙ্গে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, নিজের স্বার্থসিদ্ধির জন্য দলে এসেছিলেন উনি। দল ক্ষমতায় আসেনি, তাই স্বার্থসিদ্ধি হবে না ভেবে তৃণমূলে ফিরছেন। এতে দলের কোনও ক্ষতি হবে না।