Saturday, May 18, 2024
Latestদেশ

অযোধ্যা মামলার রায় রিভিউ পিটিশন করবে না সুন্নি ওয়াকফ বোর্ড

লখনউ: অযোধ্যা মামলার ব্যাপারে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের রিভিউ পিটিশন করবে না সুন্নি ওয়াকফ বোর্ড। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য রিভিউ আপিল না করার সিদ্ধান্ত সুন্নি ওয়াকফ বোর্ডের। তবে রিভিউ পিটিশন না করলেও সুপ্রিম নির্দেশে মসজিদের জন্য ৫ একর জমি নেওয়া হবে কি না তা নিয়ে বোর্ড কোনও বৈঠক করেনি।

সুন্নি ওয়াকফ বোর্ড জুফার ফারুখি বলেন, তিনি-সহ বোর্ডের ছয়জন শীর্ষ আদালতে রিভিউ পিটিশন আবেদন না করার সিদ্ধান্তে নিয়েছে। আইনজীবী ইমরান মাবুদ খান এই বৈঠকে অনুপস্থিত ছিলেন। মসজিদের জন্য পৃথক ৫ একর জমির ব্যাপারে ফের বৈঠকে বসবে বোর্ড। জানা গেছে, আইনজীবী আবদুল রেজ্জাক চেয়েছিলেন, রিভিউ পিটিশনের জন্য ফের সুপ্রিম কোর্টে আবেদন করা হোক। কিন্তু বোর্ড সাফ জানিয়েছে, তারা আবেদন করবে না।

মুসলিমস ফর সেক্যুলার ডেমোক্রেসির সেক্রেটারির জাভেদ আনন্দ বলেন, মসজিদ-মন্দির নিয়ে বিরোধ থেকে সরে আসার জন্য মুসলিমদের সামনে এখন উত্তম সময়। অযোধ্যা নিয়ে বিরোধ অব্যাহত রাখলে তাতে মুসলিম বিরোধী প্রচারণা উস্কে যাবে। ইসলাম ভীতি এবং সাম্প্রদায়িক মেরুকরণে সহায়ক হবে সেটা। তাই বিষয়টি আর সামনে এগিয়ে না নিয়ে মুসলিমদের উচিৎ শুভবুদ্ধি অর্জন করা এবং সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের লাখ লাখ মানুষের সহানুভূতি অর্জন করা। এটা করা হলে তা মুসলিম সম্প্রদায় এবং পুরো দেশের স্বার্থের জন্য উত্তম হবে।

এদিকে, অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা নাসিরুদ্দিন শাহ-সহ ১০০ জন বিশিষ্ট মুসলিম বুদ্ধিজীবী অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ের রিভিউ পিটিশনের বিরোধিতা করেছেন। রিভিউ আপিল না করতে অনুরোধ করেছেন তাঁরা।