Sunday, May 5, 2024
Latestদেশ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার শপথ নেবেন উদ্ধব ঠাকরে

মুম্বাই: মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শিব সেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। রবিবার শপথ নেবেন তিনি। উদ্ধব ঠাকরের সঙ্গে দু’জন উপমুখ্যমন্ত্রী হবেন। একজন এনসিপি থেকে, একজন কংগ্রেস থেকে।

সুপ্রিম কোর্ট বুধবার আস্থা ভোটে নির্দেশ দেওয়ার পরেই বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ। তারপরেই দেবেন্দ্র ফড়নবিশের কাছে মেসেজ যায়। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণের আগেই পদত্যাগ করলেন দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী পদ থেকে অজিত পাওয়ারও পদত্যাগ করেন।


অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিশের পদত্যাগ পরেই শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস জোটের নেতা নির্বাচনের জন্য বৈঠকে বসেন মহারাষ্ট্র বিকাশ আগাড়ির (বিরোধী জোটকে এই নামেই ডাকা হচ্ছে) বিধায়করা। বৈঠকে সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত হওয়ার পর উদ্ধব ঠাকরে বলেন, কখনওই ভাবিনি আমি মহারাষ্ট্রের নেতৃত্ব দেব। আমি সোনিয়া গান্ধী এবং অন্যান্যদের ধন্যবাদ জানাই। আমরা একে অপরের উপর বিশ্বাস রেখে এই দেশকে নতুন দিশা দেব।

এদিন মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর দেবেন্দ্র ফড়নবিশ বলেন, অজিত পাওয়ার আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি আমায় জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করছেন। বিজেপি প্রথমদিন থেকেই ঠিক করেছে কোনও ঘোড়া কেনাবেচা হবে না। আমরা সরকার গড়তে চেয়েছিলাম, কারণ এনসিপি আমাদের সঙ্গে ছিল। যেহেতু তিনি পদত্যাগ করেছেন, আমাদের সংখ্যা নেই। তাই আমি পদত্যাগ করছি।