‘কৃতকর্মের জন্য ক্ষমা চান, পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে দিন, বদলে আমরা টমেটো পাঠাব’
ভোপাল: পাকিস্তানে এখন টমেটোর দাম আকাশছোঁয়া। কিলো প্রতি টমেটো বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। আর তাতেই সহমর্মিতা দেখালো মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার কৃষকরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বার্তা দিলেন মধ্যপ্রদেশের ঝাবুয়া গ্রামের কৃষক ইউনিয়ন। তারা বললেন, ইমরান খান আপনি যা যা করেছেন তার জন্য ক্ষমা চান, পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে দিন তাহলে তার বদলে আমরা টমেটো পাকিস্তানে পাঠিয়ে দেব।
ঝাবুয়া জেলার প্যাটেলাবাদের কৃষকরা ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্থানে টমেটো পাঠানোর বার্তা দেন। ভারতীয় কৃষক ইউনিয়নের ঝাবুয়া শাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে গত ২২ শে নভেম্বর এই চিঠি লেখেন। চিঠিতে তারা বলেন, পাকিস্তান আমাদের দেশের নির্দোষ মানুষের ওপর হামলা করেছে, সন্ত্রাসবাদ ছড়িয়েছে ,তারা মুম্বাই হামলার মতো ঘটনা ঘটিয়েছে, শুধু তাই নয় পুলওয়ামার ঘটনাও ঘটিয়েছে পাকিস্তান।
पाकिस्तान के पीएम @ImranKhanPTI से गुजारिश है कि भारत से लिखित मे अपने कर्मो की माफी मांगे ओर पीओके के साथ दाऊद इब्राहीम ओर हाफिज सईद को सोंपै तब हम झाबुआ के किसान आपको टमाटर देने पर विचार करेगे .. आपके यहां टमाटर कीमत देखकर यह पत्र लिख रहे है @narendramodi pic.twitter.com/1Vqly3gnnZ
— Mahendra Hamad (@MahendraHamad) November 23, 2019
সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতিবাদে ভারতীয় কৃষক ইউনিয়ন(BHKU) পাকিস্তানের টমেটো পাঠানো বন্ধ করে দেয়। এর আগে প্যাটেলাবাদ থেকে প্রচুর পরিমাণে টমেটো ওয়াঘা বর্ডার দিয়ে পাকিস্তানে পাঠানো হত। চিঠিতে লেখা হয়েছে, পাকিস্তান নিজের কৃতকর্মের জন্য আগে ক্ষমা চাক ,পাক অধিকৃত কাশ্মীরকে(Pok) যেভাবে জোর করে দখল করে রেখেছে, সেই অবস্থান থেকে সরে যাক তারা, দাউদ ইব্রাহিম এবং অন্যান্য সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দিক তারা। তারপরেই ভারতীয় কৃষক ইউনিয়ন ফের পাকিস্তানে টমেটো রপ্তানি শুরু করবে।