Sunday, May 19, 2024
Latestদেশ

স্ট্যাচু অফ লিবার্টিকে পিছনে ফেলল স্ট্যাচু অফ ইউনিটি

গান্ধীনগর: নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে হাডসন নদীর মুখে দাঁড়িয়ে থাকা ১৩৩ বছরের পুরনো স্ট্যাচু অফ লিবার্টিকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারতের স্ট্যাচু অফ ইউনিটি। আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যত সংখ্যক পর্যটক প্রতিদিন যান তার থেকেও বেশি সংখ্যক পর্যটক মাত্র এক বছর আগে উদ্বোধন হওয়া স্ট্যাচু অফ ইউনিটি দেখতে এসেছেন।

প্রতিদিন ১৫ হাজারেরও বেশি পর্যটক স্ট্যাচু অফ ইউনিটি দেখতে যান। সর্দার সরোবর নর্মদা নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে, ২০১৮ থেকে ৩১ অক্টোবর ২০১৯ পর্যন্ত প্রথম এক বছরে প্রতিদিন আসা পর্যটকের সংখ্যা ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় বছরের প্রথম মাসেই পর্যটক সংখ্যা প্রতিদিন ১৫০৩৬ পেরিয়ে গিয়েছে। উইকএন্ডে এই সংখ্যাটা দাড়াচ্ছে ২২৪৩০। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি দেখতে প্রতিদিন ভিড় জমান ১০ হাজার পর্যটক।

১৮২ মিটার উঁচু স্ট্যাচু অফ ইউনিটি দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের। এটিই বিশ্বের সবথেকে উঁচু মূর্তি। গুজরাটের কেভাদিয়া কলোনিতে নর্মদা নদীর ওপর এটি অবস্থিত। ভারতীয় স্থপতী শিল্পী রাম ভি সুতার এটির নকশা করেন। ২০১৮ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূর্তিটির উদ্বোধন করেন।

এখানে রয়েছে বাচ্চাদের জন্য নিউট্রিশন পার্ক, ক্যাকটাস গার্ডেন, প্রজাপতি গার্ডেন, একতা নার্সারি, নদীতে রাফটিং, বোটিং ছাড়াও বিভিন্ন আকর্ষণীয় সুবিধা। সর্দার সরোবর নর্মদা নিগম লিমিটেডের তরফে বলা হয়েছে, ২০১৯ এর নভেম্বর থেকেই পর্যটকের সংখ্যা বাড়ছে। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ৩০,৯০,৭২৩ জন পর্যটক এখানে এসেছেন এবং মোট ৮৫.৫৭ কোটি টাকা আয় হয়েছে।