প্রস্তুতি শুরু, ১৬ ডিসেম্বর ফাঁসি দেওয়া হতে পারে নির্ভয়াকাণ্ডের দোষীদের
নয়াদিল্লি: হায়দরাবাদে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ৪ জনেরই পুলিশি এনকাউন্টার এর মাঝেই উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যু ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই আবহেই নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি দিতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, আগামী ১৬ ডিসেম্বর দোষীদের ফাঁসি দেওয়া হতে পারে।
জানা গেছে, বিহারের বক্সারের একটি জেলে ফাঁসির দড়ি তৈরির কাজ চলছে। চলতি সপ্তাহের শেষ হওয়ার আগেই জেল কর্তৃপক্ষকে ১০ টি ফাঁসির দড়ি তৈরি করে রাখতে বলা হয়েছে। ২০১২-র নির্ভয়া মামলার সাজাপ্রাপ্তদের জন্যই ফাঁসির দড়ি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এছাড়া, যেখানে ফাঁসি দেওয়া হবে সেই জায়গাটি পরিষ্কার করা হয়েছে ৷
প্রসঙ্গত, নির্ভয়াকে ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে একটি চলন্ত বাসে গণধর্ষণ করা হয়। ২৭শে ডিসেম্বরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। ২৯শে ডিসেম্বর সকাল ৪-টে ৪৫ এ তিনি মৃত্যু বরণ করেন। এই ঘটনার নৃশংসতা গোটা দেশকে বিস্মিত করেছিল, দেশ জুড়ে সেই সময় ব্যাপক প্রতিবাদ আন্দোলন হয়।
নির্ভয়া মামলায় ৬ জন দোষীর মধ্যে একজনের আগেই জেলে মৃত্যু হয়েছে। ৪ দোষী বিনয়, মুকেশ, পবন ও অক্ষয় এখন তিহার জেলে। আরেক দোষী নাবালক হওয়ার কারণে সাজা কাটার পর ছাড়া পেয়েছে।