Tuesday, May 7, 2024
Latestবিনোদন

২৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর

মুম্বাই: ২৮ দিন পর, রবিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ১১ নভেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯০ বছরের স্বনামধন্য গায়িকা। বাড়ি ফিরে শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সুরসম্রাজ্ঞী।।

টুইটারে লতা মঙ্গেশকর লিখেছেন, নিউমোনিয়া ধরা পড়ায় বিগত ২৮ দিন আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। চিকিৎসকরা চেয়েছিলেন হাসপাতালে থেকে সম্পুর্ণ সুস্থ হয়ে তারপর বাড়ি ফিরি। বাবা-মায়ের আশীর্বাদে ও আপনাদের প্রার্থনায় আজ আমি বাড়ি ফিরলাম। আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের কর্মীদের সঙ্গে লতা মঙ্গেশকার

চিকিৎসক টিমকেও ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আমার ডাক্তাররা আমার অভিভাবক। তাঁদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। নার্সিংয়ের কর্মীরা ছিলেন একেবারে আলাদা। আপনাদের অপরিসীম ভালোবাসা ও আশীর্বাদ অত্যন্ত মূল্যবান।

সোমবার সন্ধ্যায় লতা মঙ্গেশকারের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে হুইলচেয়ারে বসে রয়েছেন গায়িকা। পিছনে দাঁড়িয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের কর্মীরা। নিমেষেই ভাইরাল হয়েছে ছবিটি।