Sunday, May 19, 2024
Latestরাজ্য​

‘হে গোমাতা সমালোচকদের ক্ষমা করো’, গরুর কাছে ক্ষমা প্রার্থনা দিলীপ ঘোষের

মায়াপুর: গরুর দুধে সোনা নিয়ে তাঁর মন্তব্য ঘিরে সমালোচনা হওয়ায় ব্যথিত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাই এবার সরাসরি মায়াপুর ধাম ইসকন মন্দিরের গোশালায় গিয়ে গোমাতার কাছে ক্ষমা চাইলেন দিলীপ ঘোষ। ফেসবুক পোস্টে গোমাতার কাছে ক্ষমাও চাইলেন বিজেপির রাজ্য সভাপতি।

গোশালা দর্শনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলীপ ঘোষ গোমাতার উদ্দেশে বলেছেন, হে গোমাতা যারা তোমাদের প্রশংসা সহ্য করতে পারে না, তাদের তোমরা ক্ষমা করে দাও। গোমাতার জয় হোক। দিলীপ ঘোষ এই ভিডিও পোস্ট করার পর ফের সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয়েছে রসিকতা।

এর আগে বর্ধমান টাউন হলে গাভী কল্যাণ সমিতির সভায় যোগ দিয়ে দিলীপবাবু বলেন, গরুর দুধে সোনা আছে। তিনি বলেন, দেশি গরুর কুঁজে তৈরি হয় সোনা। কিভাবে সেই সোনা তৈরি হয়, তাঁর ব্যাখ্যায় তিনি বলেন, গরুর কুঁজে স্বর্ণনালি থাকে। তাতে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়। দিলীপ ঘোষের এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে। তবে সমালোচকদের পাল্টাা জবাবও দিয়ে দিলীপ ঘোষ বলেন, গোতত্ত্ব যাঁরা বোঝেন না তাঁরা ‘গাধা’।

দিলীপ ঘোষের সাফ কথা, যা বলেছি ভেবেই বলেছি। এটাই আমার মত। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। যাঁরা বিজ্ঞান বোঝেন না, গরুও বোঝেন না, তাঁরাই চেঁচামেচি করছেন।