Monday, May 6, 2024
Latestদেশ

গুরুতর অসুস্থ লতা মঙ্গেশকর, ভর্তি করা হল ব্রিচ ক্যান্ডি হাসপাতালে

মুম্বাই: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রবিবার গভীর রাতে তাঁকে ভর্তি করা হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।

জানা গিয়েছে, হঠাত্‍‌ই শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় কারণে রবিবার রাতে তড়িঘড়ি রাত ১.৩০টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিত্‍‌সার দায়িত্বে আছেন হাসপাতালের শীর্ষ মেডিক্যাল অ্যাডভাইজার ডা. ফারুক ই উদওয়াদিয়া।

হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। শেষ খবর অনুযায়ী, লতা মঙ্গেশকরের অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে ।

গত ২৮ সেপ্টেম্বর ৯০ বছর বয়সে পা রেখেছেন লতা মঙ্গেশকর। রবিবারই পানিপথ ছবিতে অভিনয় করার জন্য প্রবীণ অভিনেত্রী পদ্মিনী কোলাপুরেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান প্রবীণ কিংবদন্তি এই গায়িকা।

১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। তাঁর সংগীত তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বসংগীতের দরবারে। তিনি প্রায় ৩৬টি ভাষায় গান করেছেন। ২০০১ সালে লতা মঙ্গেশকর ভারতরত্ন পান। ১৯৮৯ সালে পান দাদাসাহেব ফালকে পুরস্কার।