Wednesday, May 15, 2024
রাজ্য​

মহিলাদের হাত খরচার জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার

কলকাতা: টানা তৃতীয় বার বাংলা তার নিজের মেয়েকেই বেছে নিয়েছে। ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রতিশ্রুতি গুলি পূরণ করার পালা। তাঁর প্রতিশ্রুতি গুলির মধ্যে অন্যতম হল মহিলাদের হাত খরচার জন্য মাসিক ৫০০ টাকা দেওয়া। তপশিলি জাতি- উপজাতিদের ক্ষেত্রে সেটা ১০০০ টাকা।

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে। পাশাপাশি তৃণমূলের আরও দুটি নির্বাচনী প্রতিশ্রুতিতে সিলমোহর পড়েছে। একটি হল উচ্চ শিক্ষার জন্য ছাত্রছাত্রীদের ১০ লাখ টাকা করে ক্রেডিট কার্ড দেওয়া। অন্যটি হলো দুয়ারে রেশন প্রকল্প। মুখ্যমন্ত্রী নিজেই এদিন নবান্নে এ কথা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য দলের লোকেরা যেমন প্রতিশ্রুতি দিয়ে কাজ করেন না। কিন্তু তার সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখার চেষ্টা করছে। প্রতিটি পরিবারের একজনকে মহিলাকে প্রতিমাসে ৫০০ টাকা করে দেওয়া হবে। তপশিলি জাতি- উপজাতিদের ১০০০ টাকা করে দেওয়া হবে।

পাশাপাশি উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের ১০ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড দেবে। মাত্র ৪ শতাংশ সুদে ঋণ পাবেন ছাত্র-ছাত্রীরা। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়ার ব্যবস্থা। মমতা বলেন, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত করতে স্পেশাল টাস্কফোর্স গঠন করেছে। প্রকল্পগুলো রূপায়ণের সমস্ত দায়িত্ব তাদের উপর দেওয়া হবে। যাতে প্রকল্পটি রূপায়ণে কোনও বাঁধা না আসে।