Monday, April 29, 2024
খেলা

এবার রেড ভলান্টিয়ারদের পাশে দাঁড়ালেন মহারাজ

কলকাতা: অক্সিজেন থেকে শুরু করে করোনার চিকিৎসা কিছু লাগলে প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে পৌঁছে দিচ্ছেন ‘রেড ভলান্টিয়ার’রা। এবার করোনা যুদ্ধে তাঁদের সঙ্গে সামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের ফাউন্ডেশন সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনও গত বছর থেকেই করোনার বিরুদ্ধে লড়াই করছে।

এদিকে, গোটা রাজ্যেই রেড ভলান্টিয়ারদের জয়জয়কার! অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা সামগ্রী পৌঁছে দিচ্ছেন তাঁরা। এবার প্রাক্তন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য জানিয়েছেন, রেড ভলেন্টিয়ারদের আজকে আরও ত্বরান্বিত করতে অক্সিজেন কনসেন্ট্রেটার পৌঁছে দেবে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন।

ফেসবুক পোস্টে অশোক ভট্টাচার্য লিখেছেন, শিলিগুড়ির রেড ভলেন্টিয়াররা কাজ করছেন করোনা রোগীদের জন্য। বেশ কিছু জিনিস পত্রের অভাব রয়েছে তাঁদের। তাই তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে এই বিষয়ে সাহায্য চেয়েছিলেন। সৌরভ তাঁকে অক্সিজেন কনসেন্ট্রেটার দেওয়ার ব্যবস্থা করেছেন।

উল্লেখ্য, বিনা মূল্য পরিষেবা দিতে সেফ হোম কাম অক্সিজেন পার্লারও খুলেছে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন। আগামী এক সপ্তাহের মধ্যে আরামবাগ, বর্ধমান, রানীগঞ্জ, নদীয়া, বারাসাত, কাটোয়া, হাওড়া, কলকাতা, সোনারপুর, শালবনী, চণ্ডিতলাতে একটি করে ‘সেফ হোম কাম অক্সিজেন পার্লার’ খুলবে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন।