Thursday, May 23, 2024
দেশ

সুখবর, ৩ মিলিয়ন রাশিয়ান টিকা ‘স্পুটনিক ভি’ পৌঁছল ভারতে

হায়দরাবাদ: করোনা মোকাবেলায় চাই দেশজুড়ে গণটিকাকরণ। করোনার ওয়েভে টিকার ব্যাপক সংকট দেখা দিয়েছিল। দেশের বিভিন্ন হাসপাতালের বাইরে টিকার জন্য দীর্ঘ লাইনের চিত্র সামনে এসেছিল। তবে বর্তমানে সেই সমস্যা কিছুটা হলেও কমেছে। এর মধ্যেই মঙ্গলবার ভোরে ভারতে পৌঁছল ৩ মিলিয়ন (৩০ লাখ) রাশিয়ান ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’।

বিশেষ চার্ডার্ড বিমান আজ ভোরে হায়দরাবাদে বিমান বন্দরে পৌঁছায়। গ্যামেলিয়া ইন্সস্টিটিউটের তৈরি স্পুটনিক-ভি আসার পর দেশের চলমান ভ্যাকসিন সংকট অনেকটাই কমবে বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

‘স্পুটনিক ভি’ দুটি ডোজ ২১ দিনের ব্যবধানে দেওয়া হবে। বিশেষজ্ঞদের দাবি, এটির কার্যক্ষমতা ৯০ শতাংশের বেশি। তরল অবস্থায় এই টিকাকে মাইনাস ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে। তবে ফ্রিজ-ড্রায়েড অবস্থায় তা ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে। ফলে এটির মজুত ও পরিবহণ সহজসাধ্য।

ভ্যাকসিন সংকট মোকাবেলায় ভারত বায়োটেক জানিয়েছে, জুন মাসেই ভারতের হাতে চলে আসবে কোভ্যাক্সিনের ১২ কোটি ডোজ। অন্যদিকে, সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, জুন মাসের মধ্যেই ১০ থেকে ১২ কোটি ভ্যাকসিন উৎপাদন করবে তাঁরা। সংস্থাটি জানিয়েছে, মে মাসেই দিনরাত পরিশ্রম করে ৬ কোটি ভ্যাকসিন উৎপাদন করেছেন তাঁরা।