Sunday, June 16, 2024
আন্তর্জাতিক

মসজিদদের মাইকের আওয়াজের ওপর বিধিনিষেধ আরোপ সৌদি আরবের

রিয়াদ: সৌদি আরবের কর্তৃপক্ষ সেদেশের মসজিদগুলোতে লাগানো লাউডস্পিকারের শব্দের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। যা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড়। গত সপ্তাহে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করে, সব লাউডস্পিকার সর্বোচ্চ যত জোরে বাজানো যায় – তার এক তৃতীয়াংশ ভলিউমে বাজাতে হবে।

ইসলামিক বিষয়ক মন্ত্রী আবদুললতিফ আল-শেখ বলেন, সাধারণ জনগণের মধ্যে থেকে আসা অভিযোগ ভিত্তিতেই তারা এ পদক্ষেপ নিয়েছেন। কিন্তু মুসলিম প্রধান দেশটির এই সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। টুইটারে রেস্তোরাঁ ও ক্যাফেগুলোতে উচ্চ শব্দে মিউজিক বাজানো নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

আবদুললতিফ আল-শেখ বলেন, অনেকে অভিভাবক অভিযোগ করেছেন, লাউডস্পিকারের কারণে তাদের ছেলেমেয়েদের ঘুমের ব্যাঘাত ঘটছে। তিনি বলেন, যারা নামাজ পড়তে চান – তাঁদের ইমামের আজানের জন্য অপেক্ষা করার দরকার হয় না।

তিনি বলেন, যারা অনলাইনে এ পদক্ষেপের সমালোচনা করছে তারা ‘রাজতন্ত্রের শত্রু’ এবং তারা বিরূপ জনমত উস্কে দিতে চায়। সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন দেশটিকে আরও উদারনৈতিক করতে চাইছেন, এবং জনজীবনে ধর্মের ভুমিকা কমাতে চাইছেন। মেয়েদের গাড়ি চালানোর অধিকার দেওয়া হয়েছে। – বিবিসি বাংলা