Sunday, June 16, 2024
আন্তর্জাতিক

নারীরা নারীদের মতোই থাকুক না, তাঁদের পুরুষ হওয়ার কি দরকার: রইসির স্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চপার দুর্ঘটনায় মারা গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এবার নারী স্বাধীনতা নিয়ে নিজের অবস্থান জানালেন রইসির স্ত্রী জামিলে আলামলহোদা। তিনি বলেন, নারী স্বাধীনতায় বিশ্বাসী নন তিনি। 

জামিলে আলামলহোদা বলেন, ‘স্বাধীনতার নামে নারীরা আসলে কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হচ্ছে। আমরা চাই নারীরা নারীই থাকুক। কেন নারীদের পুরুষদের মতো হতে হবে?’

উল্লেখ্য, জামিলে আলামলহোদার সঙ্গে ১৮ বছর বয়সে রইসির বিয়ে হয়। জামিলের নারী স্বাধীনতা নিয়ে মন্তব্য ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। 

প্রসঙ্গত, গত বছর হিজাব বিরোধী আন্দোলনের সময় জামিলে বলেছিলেন, ‘যেসব নারী ইরানের আইন অনুযায়ী হিজাব পরে চলাচল করবে না, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।’

ইরানে হিজাব বিরোধী প্রতিবাদ করায় শত শত মহিলাকে ফাঁসি দিয়েছিল ইরান সরকার।