Friday, May 17, 2024
দেশ

আজ একই মঞ্চে সৌরভ-শাহ, ‘আমি কি কারও সঙ্গে দেখা করতে পারি না?’ প্রশ্ন সৌরভের

নয়াদিল্লি: রবিবার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকরের (Jagdeep Dhankar) সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আজ, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে একমঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জানা গিয়েছে, দিল্লির ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলি স্টেডিয়ামে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন BCCI সভাপতি।

প্রয়াত অরুণ জেটলির ৬৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে ফিরোজ শাহ কোটলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আবক্ষ মূর্তি উন্মোচন করা হবে। উল্লেখ্য, জেটলি ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) প্রেসিডেন্ট ছিলেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর, বিসিসিআই সচিব জয় শাহ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ এবং প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের।

তবে সবকিছুকে ছাপিয়ে এই অনুষ্ঠানে আলোচনা কেন্দ্রবিন্দু মহারাজ। অনুষ্ঠানে যোগ দিতে এদিন সকালেই দিল্লি উড়ে গিয়েছেন দাদা। গতকাল রাজ্যপালের সঙ্গে প্রায় ঘণ্টা দুয়েক বৈঠক করেন সৌরভ। জল্পনা উসকে দিয়ে রাজ্যপাল টুইটে জানান, একাধিক বিষয় উঠে এসেছিল আলোচনায়। এরপরে জানা গিয়েছে, আজ মঞ্চ থেকে ভাষণও দেবেন মহারাজ।

তবে জল্পনা উড়িয়ে কলকাতা বিমানবন্দরে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, কিছুই কথা হবে না। পাশাপাশি তাঁর প্রশ্ন, আমি কি কারও সঙ্গে দেখা করতে পারি না? তাতেও বিন্দুমাত্র কমেনি জল্পনা। বরং আসন্ন বিধানসভা ভোটের আগে একই মঞ্চে অমিত শাহ এবং সৌরভের উপস্থিতি নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, প্রায়শই শোনা যায় রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম।

তবে দাদা কি এবার যোগ দেবেন রাজনীতিতে ? যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনি। আবার সম্ভাবনার বিষয়টিকে পুরোপুরি উড়িয়েও দেননি। তাহলে? জল্পনাতেই জিইয়ে রেখেছেন বিষয়টি।