Thursday, May 16, 2024
দেশ

সোমবার একই মঞ্চে অমিত শাহ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দিচ্ছেন। এই জল্পনা আজকের নয়। রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ মহারাজ, এই জল্পনাও দীর্ঘদিনের। সেই জল্পনা আরও বাড়ে রবিবার রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় সাক্ষাতে। এ‌টাকে নিছকই ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করলেও এর সঙ্গে বিজেপি যোগ নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে জানা গেল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সোমবার একই মঞ্চে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে।

জানা গিয়েছে, দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলি স্টেডিয়ামে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি দীর্ঘদিন ডিডিসিএ-র চেয়ারম্যান পদে ছিলেন। তাই জেটলির একটি মূর্তি স্থাপন হচ্ছে ফিরোজ শাহ কোটলায়।

মূর্তি উন্মোচন অনুষ্ঠানেই হাজির থাকবেন অমিত শাহ। ডিডিসিএ জানিয়েছে, সোমবার দুপুর দুটোয় অমিত ছাড়াও ওই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী, কিরণ রিজিজু এবং অনুরাগ ঠাকুর। ওই অনুষ্ঠানে থাকার কথা মহারাজেরও। এছাড়াও থাকবেন ভারতীয় দলের দুই প্রাক্তন ক্রিকেটার বীরন্দ্র সেহবাগ ও গৌতম গম্ভীর। উল্লেখ্য, গৌতম গম্ভীর পূর্ব দিল্লি আসন থেকে জয়ী বিজেপি সাংসদও।

গেরুয়া শিবিরের সঙ্গে দাদার ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা চলছেই। সেই জল্পনা আরও বেড়ে গেল সোমবারের অমিত শাহের সঙ্গে দাদার সাক্ষাৎ নিয়ে। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি মহারাজ কি রাজনৈতিক বিষয়েও কথা বলবেন ? সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে আসন্ন বিধানসভা ভোটের আগে দাদা আর অমিত শাহের এই সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

কেননা বিজেপির লক্ষ্য এবার বাংলা বিজয়। আসন্ন বিধানসভা ভোটে জিততে ইতিমধ্যেই সর্বশক্তি দিয়ে ঝাপিয়েছে গেরুয়া শিবির। আর পশ্চিমবঙ্গে মহারাজের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সেই ইমেজটাকে কাজে লাগাতে চাইছে বিজেপিও।